বিএনপির দলীয় কার্যালয়, ভাংচুরসহ পাঁচ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবিকে। বুধবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবর রহমান চৌধুরী তাকে জেলে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাত ১০টায় নগরীর জিলা স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ পরিদর্শক ছগির হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগসহ পাঁচটি মামলার নামধারী আসামি মনিরুল ইসলাম ছবি। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের মাধ্যমে অভিযান করে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএ