শিরোনাম
২৭ জানুয়ারি, ২০২৩ ২২:১৩

বিএনপির কাছে সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশনই গুরুত্বপূর্ণ : ছাত্রলীগ সভাপতি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির কাছে সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশনই গুরুত্বপূর্ণ : ছাত্রলীগ সভাপতি

বক্তব্য দিচ্ছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘বিএনপির কাছে ভোটের চেয়ে বাংলার মানুষের লাশ আর বাংলাদেশের সংবিধানের চেয়ে বিদেশিদের প্রেসক্রিপশনই গুরুত্বপূর্ণ। সেই বিএনপি-জামায়াতের গর্ব চুরমার করে দিতে আগামী দিনে তাদের যেকোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আজ শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ললক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করে জেলা ছাত্রলীগ।

সাদ্দাম হোসেন বলেন, ‘লড়াই এখনো শেষ হয়নি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগকে রাজপথে সক্রিয় থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ 

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, সাবেক এমপি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর