সিলেটে একটি আবাসিক হোটেলের ম্যানেজারকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে একই হোটেলের কর্মচারী।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর বন্দরবাজার এলাকার কুটি ভবনস্থ তালহা রেস্ট হাউজে এ ঘটনা ঘটে।
আহত আহাদ মিয়া (২৮) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাদেউমা গ্রামের হানিফ মিয়ার ছেলে এবং তালহা রেস্ট হাউজের ম্যানেজার।জানা যায়, তালহা রেস্ট হাউজে আহাদ মিয়া সাত মাস আগে ম্যানেজারের চাকরি নেন। আর প্রায় দুই মাস আগে কর্মচারীর চাকরি নেন রাহেল মিয়া নামের এক তরুণ। কিছুদিন আগে ম্যানেজারের সঙ্গে কর্মচারী রাহেলের বাদানুবাদ হয়। এর জের ধরে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হোটেলের ২০৬ নাম্বার কক্ষে আহাদ মিয়াকে ছুরিকাঘাত করে রাহেল মিয়া পালিয়ে যায়। পরে হোটেলের স্টাফরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
তালহা রেস্ট হাউজের মালিক ফখরুল ইসলাম বলেন- কী কারণে এ ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ঘটনার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল