শিরোনাম
২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:১৮

'বন্ধ সোনামসজিদ ইমিগ্রেশন দ্রুত চালু করা হবে'

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

'বন্ধ সোনামসজিদ ইমিগ্রেশন দ্রুত চালু করা হবে'

বন্ধ সোনামসজিদ ইমিগ্রেশন দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় উপদূতাবাসের সহকারি হাই কমশনার শ্রী মনোজ কুমার। 

আজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সম্মেলন কক্ষে আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য জানান তিনি। 

তিনি বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক সম্প্রীতির সেতুবন্ধনে আবদ্ধ। ভারত সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছে, ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট থাকবে। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণের পাশে থাকতে পেরে ভারতের জনগণ গর্ববোধ করে। তাই ব্যবসায়িক যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা অতিঅল্প সময়ে নিরসন হয়ে যাবে। ভারত সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছে, ভবিষ্যতে এ সম্পর্ক অটুট থাকবে। 

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সহ-সভাপতি মোঃ মশিউল করিম বাবু, আমদানী-রফতানিকারক গ্রুপের সভাপতি ও চেম্বারের পরিচালক মোঃ কবিরুর রহমান খাঁন, পরিচালক মোঃ আব্দুল আওয়াল, নবাব গ্রুপের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন প্রমূখ। এর আগে ভারতের সহকারি হাইকমিশনারকে শুভেচ্ছা স্বরূপ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নকশী কাঁথা ও সিল্কের কাপড় উপহার দেয়া হয়। পরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর