ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডের পূর্বপাশে মেসার্স বাতেন ট্রেডার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ডাকাতরা দোকানের নৈশপ্রহরীসহ তিনজনকে হাত-পা বেঁধে মারধর করে আহত করে। পরে দোকান থেকে ৭ টন রড ট্রাকে তুলে পালিয়ে যায়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাতেন ট্রেডার্সের সত্ত্বাধিকারী আবদুল মালেক জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত তার দোকানের নৈশপ্রহরী মোখলেছুর রহমান, পাশের দোকানের ইঞ্জিনমিস্ত্রি আবদুল হাকিম ও ইব্রাহিমকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এরপর দোকানের কয়েকটি তালা কেটে ভিতরে প্রবেশ করে প্রায় সাত টন রড লুট করে ট্রাকযোগে পালিয়ে যায়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল