ফরিদপুরের চরভদ্রাসনে দুই স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে সুকুমার হালদার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। সুকুমার সদর উপজেলার গুহলক্ষীপুর গ্রামের শিরীষ হালদারের ছেলে।
এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। তারা হলেন বিএসডাঙ্গী গ্রামের ববি আক্তার (৩৫) ও বারেক শিকদার (৬০)। তাদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে একটি স্পিড বোট দোহারের মৈনটঘাট থেকে যাত্রী নিয়ে চরভদ্রাসন গোপালপুর ঘাটে আসার সময় পদ্মা নদীতে বিপরীতমুখী একটি স্পিড বোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুকুমার হালদার নিহত হন।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত কলেছেন চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু। স্পিড বোট দুর্ঘটনার বিষয়ে চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/শফিক