নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিকেলে সিদ্ধিরগঞ্জের একটি গার্মেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নামপরিচয় এখনো জানা সম্ভব হয় নি।
বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলের দিকে ভারসাম্যহীন এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম