মুন্সিগঞ্জে আলোচিত স্কুলছাত্রী জেসি মাহমুদ হত্যা মামলার প্রধান আসামি বিজয় রহমান বিযুকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ সদর থানার হস্তান্তর করেছে র্যাব-১১। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে তাকে হস্তান্তর করা হয়।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার ওয়ারীর একটি ভাড়া বাসা থেকে জেসি হত্যা মামলার প্রধান আসামি বিজয়কে গ্রেফতার করে র্যাব-৩। আজ বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গত ৩ জানুয়ারি প্রেম সংক্রান্ত বিষয়ে মামলার প্রধান আসামি বিজয় রহমান বিজু ও তার প্রেমিকা আদিবা ইসলাম জেসি মাহমুদকে ফোন দিয়ে বিজয়ের বাসায় ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ছাদ থেকে ফেলে দেওয়ার নাটক করে বিজয় ও তার প্রেমিকা। পরে জেসিকে হাসপাতালে রেখেই সেখান থেকে পালিয়ে যায় বিজয়।
এদিকে এ ঘটনার দুইদিন পর জেসির বড় ভাই জিহাদ বাদী হয়ে বিজয় ও তার প্রেমিকার নাম উল্লেখ করে চার জনের বিরুদ্ধে মামলা করে। ওই দিন মামলার ২নং আসামি আদিবা ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।
বিডি প্রতিদিন/হিমেল