ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জ্ঞানসাধক অধ্যক্ষ দ্বিজদাস দত্তের জীবন ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগারের আয়োজনে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জ্ঞানসাধক অধ্যক্ষ দ্বিজদাস দত্তের জীবন ও কর্মের ওপর প্রবন্ধ পাঠ করেন ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক শেখ শাহবাজ রিয়াদ।
সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগারের সভাপতি শাহ শেখ মজলিশ ফুয়াদ।
সভায় প্রধান আলোচক ছিলেন কবি, প্রাবন্ধিক ও গবেষক ওয়াহিদ রহমান। আলোচক ছিলেন ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ স্মৃতি সংসদের আহবায়ক সঞ্জীব কুমার দেবনাথ, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলুল হক মৃধা ও মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নূরে আলম, প্রভাষক কাউছার আলম বাবুল, কবি আবুল কাশেম তালুকদার, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, বিজয়নগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমন পারভেজ, সংবাদকর্মী এসকে সজল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম