কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি টানা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পযর্ন্ত কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে বিভিন্ন মাছ ঘাটে অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি টানা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে নেতৃত্বদেন মৎস্য বিভাগের টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বাহারছড়া কোস্টগার্ডের চীফ পেটি অফিসার মোস্তফা কামাল।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
তিনি জানান, বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন মাছ ঘাটে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১টি টানা জাল জব্দ করে ধবংস করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম