আশুলিয়া থানার দক্ষিণ গৌরিপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন, আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামি হলেন মোসাঃ আসমা (৩৭), পিতা-মৃত শাহ আলম,স্বামী-লিটন, গ্রাম-কাঁচপুরের কুতুবপুর, সেনপাড়া, থানা-সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার গৌরিপুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে মোসাঃ আসমা (৩৭), নামের ১ মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক মামলা দায়ের করে পুলিশ ।
বিডি প্রতিদিন/এএ