সিরাজগঞ্জের কামারখন্দে ছালেকা বেওয়া (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসূতি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত ছালেকা বেওয়া ওই গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের মেয়ে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, মঙ্গলবার সকালে একজন নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন