ফরিদপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফকে সংবর্ধনা জানানো হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এই কমিটিতে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট বাবু মোল্যাকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট স্বপন পাল। সম্প্রতি তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হলেও আজ আনুষ্ঠানকিভাবে তাদের নাম ঘোষণা করা হয়েছে। ১০৩ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এই কমিটি।
বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে কমিটি ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাবু মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বপন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক কুমার মজুমদার, অ্যাডভোকেট মো. শাহজাহান, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ও অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল।
আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাহিদ বেপারী, অ্যাডভোকেট অনিমেষ রায়, অ্যাডভোকেট প্রদীপ দাস, অ্যাডভোকেট ইমরান হোসেন রিমন, অ্যাডভোকেট আলীউজ্জামান ও সুচিত্রা সিকদার প্রমুখ। সভার শুরুতে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই