শরীয়তপুর জেলায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে এইচএসসি শিক্ষার্থীরা বরাবরের মত এবছরও জেলার শীর্ষস্থান ধরে রাখেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এ বছর মোট ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, তার মধ্যে ৪৮৪ জন পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৪৭ জন। শরীয়তপুর জেলায় এটাই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান এক সাথে ২৪৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯.৭৯%। ফল প্রকাশিত হবার সাথে সাথে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলী বাধ ভাঙা উল্লাসে মেতে উঠে।
বুধবার প্রকাশিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রেকর্ড সংখ্যক জিপিএ ৫ পেয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠানটি এইচএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগের শতভাগ পাস করার কৃতিত্ব দেখিয়েছে ।
বিজ্ঞান ,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ এ উত্তীর্ণ হয়েছে।
বিডি প্রতিদিন/এএ