১১ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:০৪

আওয়ামী লীগ নেতারা চোখে সর্ষেফুল দেখছেন : এমরান সালেহ

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ নেতারা চোখে সর্ষেফুল দেখছেন : এমরান সালেহ

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেই আওয়ামী লীগ নেতারা চোখে সর্ষেফুল দেখছেন, সৃষ্টি হয়েছে হৃদকম্পন। এজন্যই গুলি, গ্রেফতার করে আন্দোলন দমন করার ব্যর্থ চেষ্টা করছে তারা।

শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৃথক পথসভায় বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

এমরান সালেহ প্রিন্স বলেন, জনদুর্ভোগ সৃষ্টিকারী ভোট চোর সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি গণদাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। অধিকার হারা জনগণ জীবন জীবিকার রক্ষার সংগ্রামের পাশাপাশি লুট হওয়া দেশের মালিকানা ফিরে পাবার সংগ্রামে লিপ্ত। 

তিনি বলেন, গণদাবি মেনে নিয়ে পদত্যাগ না করলে আওয়ামী লীগ সরকারকে শোচনীয় পরিণতি ভোগ করতে হবে। আওয়ামী লীগ ও সরকার জনবিচ্ছিন্ন হয়ে ফ্যাসিবাদী কায়দায় দমন নিপীড়ন চালিয়ে আন্দোলনকে স্তব্ধ করতে চায়। দমন, নিপীড়ন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, সরকার একদিকে যেমন গণতন্ত্র ও ভোটের অধিকার হরণ করে এক দলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। অন্যদিকে দুর্নীতি লুটপাট ও ভ্রান্ত নীতির কারণে দেশের অর্থনীতিকে লণ্ড ভণ্ড করে দিয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণকে খাদের কিনারায় নিয়ে গেছে। জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

এর আগে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে বিকেল ৪টায় হালুয়াঘাটের ধারা বাজারে পথসভার মাধ্যমে ধারা ইউনিয়ন বিএনপি পদযাত্রা করে। পদযাত্রাটি ৪ কিলোমিটার পথ অতিক্রম করে নাগলা বাজারে আমতৈল ইউনিয়নের পদযাত্রার সাথে একত্রিত হয়ে পথসভার মাধমে শেষ হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনসাধারণের উপস্থিতিতে পথসভা জনসভায় পরিণত হয়। 

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর