ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্নিমিত বঙ্গবন্ধু মুর্যালে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি আব্দুল মান্নান রসুল, জিপি মীর রফিকুল ইসলাম আজম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাইসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
গত ২৬ জানুয়ারি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সকল পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নির্বাচিত হন।
বিডিপ্রতিদিন/কবিরুল