যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, সজাগ থাকুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারিরা তৎপর।
বৃৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভার, পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুতসহ মেগা প্রকল্পের উন্নয়ন বাস্তবায়ন করায় দেশি বিদেশি চক্র ঈর্ষান্বিত হয়ে এই ষড়যন্ত্র করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন