বাগেরহাটের শণখোলা উপজেলায় গাছ থেকে পড়ে দেলোয়ার তালুকদার (৬৫) নামে এক দিনমজুর মারা গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজাপুর গ্রামে। বুধবার সন্ধ্যায় গাছ থেকে পড়ার পর হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়। নিহত দেলোয়ার ওই গ্রামের রাশেদ তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, দিনমজুর দেলোয়ার তালুকদার সন্ধ্যায় নিজ বাড়ির বাগানের একটি তেতুঁল গাছে পাকা তেতুঁল পাড়তে ওঠেন। গাছটির প্রায় ২৫ থেকে ৩০ ফুট ওপরে থাকা অবস্থায় ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান। শব্দ শুনে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত হয়।
বিডি প্রতিদিন/এএম