দিনাজপুরের বিরলে ১৪০ জন অসহায় ও হতদরিদ্র প্রতিবন্ধীর মাঝে উপকরণ হিসেবে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, সাদাছড়ি ও ক্রেচ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ৬৪ জনকে হুইল চেয়ার, ১৬ জনকে ট্রাই সাইকেল, ৩০ জনকে সাদাছড়ি ও ৩০ জনকে ক্রেচ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
বৃহস্পতিবার বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম হেলফেন এর অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সোস্যাল এইড-ঢাকা এর আয়োজনে প্রতিবন্ধীর মাঝে উপকরণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।
বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আনিছুর রহমান, সোস্যাল এইড এর নির্বাহী প্রধান ইঞ্জিনিয়ার মোঃ বাবুল আক্তার (রিজভী), সোস্যাল এইড এর জেলা সমন্বয়কারী মোঃ ইয়াকুব আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর মিসেস আফজালুন খানম, সাংবাদিক আতিউর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন