আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার রামপদ রায়ের সভাপতিত্বে নিজ কার্যালয়ের হল রুমে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তফা মেহেদীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি ইসরাইল হোসেন বাবু, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ফিলিপস প্রমুখ। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইউসুফ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন তথ্য ও ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
সিভিল সার্জন ডাক্তার রামপদ রায় বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ২০ ফেব্রুয়ার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনের অংশ হিসাবে সমগ্র সিরাজগঞ্জ জেলায় ৪লক্ষ ৭৮হাজার ৩৫০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন কার্যক্রমে সমগ্র জেলায় প্রায় ৪ হাজার ৪৮৪ জন স্বেচ্ছাসেবকের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ জন মাঠকর্মী কার্যক্রমে নিয়োজিত থাকবেন এবং ১ হাজার ৪১ জন প্রথম সারির টিকাদান কেন্দ্র সমূহ সরাসরি তত্ত্বাবধায়ন করবেন।
সিরাজগঞ্জ জেলা-উপজেলা ও পৌরসভা প্রশাসনের পাশাপাশি জেলা তথ্য বিভাগ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ব্রাক, তিলোত্তমা, পেত্রা, ইসলামিক ফাউন্ডেশন, গণমাধ্যমকর্মী, বেসরকারী টিভি চ্যানেল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, রোটারী ক্লাব, জাতীয় মহিলা সংস্থা, আনসার ভিডিপি, ইমাম সমিতি, নির্বাচিত প্রতিনিধি ও অন্যান্য সহযোগী সংস্থা উক্ত ক্যাম্পেইন সফল করার নিমিত্তে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগকে সার্বিক সহযোগিতা করবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ