ময়মনসিংহের ফুলপুরে ১১ একর ২০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিবপুর মৌজায় সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়ের নেতৃত্বে ওই জমি উদ্ধার করা হয়। এর আগে ওই জমি স্থানীয়দের দখলে ছিল।
পরে আজ সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে দখলদারদের থেকে ওই খাস জমি উদ্ধার করেন। এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার আসাদুল ইসলাম, পৌর ভূমি অফিসের নায়েব ভজন বিহারি সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ