ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে ৪ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২৫ জন। গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম জানান, হবিগঞ্জ-সিলেট একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। পথে মহাসড়কের বাগানবাড়ী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরই উল্টে যায় বাসটি।
এতে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। আহত হন আরো অন্তত ২৫ জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওসি বলেন, নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/এএ