গোপালগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোদাচ্ছের মোল্লা (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোদাচ্ছের মোল্লা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা গ্রামের বেপারিপাড়ার কালাই মোল্লার ছেলে। হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, মোদাচ্ছের কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে করে ফরিদপুরে যাচ্ছিলেন। মেরী গোপিনাথপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোদাচ্ছের ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বিডিপ্রতিদিন/কবিরুল