টাঙ্গাইলের সখীপুরে গলদা-কার্প মিশ্রচাষ প্রশিক্ষণ দিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
এ সময় জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা প্রমুখ মৎস্য চাষিদের প্রশিক্ষণ দেন। ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটর আওতায় সখীপুরে গলদা চিংড়ি, কার্প মিশ্রচাষে মৎস্য চাষিদের উদ্বুদ্ধ করতে এই প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে বলে জানায় উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা।
বিডি প্রতিদিন/এএ