'ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান' স্লোগানে আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ ও পরিকল্পনা সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করে তাই নয়-মৃত্যুর ঝুঁকিও কমায়।
সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানান, আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ হতে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল, ১২ হতে ৫৯মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার লক্ষমাত্রা ধরা হয়েছে ৬-১১ মাসের শিশুকে ৩৬ হাজার ৭৪৬ জন এবং ১২-৫৯ মাসের শিশু ধরা হয়েছে ৩ লাখ ৫হাজার ৩৩৭জন শিশুকে এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় দিনাজপুরের সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, ফুলবাড়ী স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআইএমও ডাঃ আল আমিন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সোহেল মিয়া, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য, শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম