১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৫৮

গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধায় নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শরু হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, সংগঠনের পতাকা উত্তোলন করেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা।

পরে জেলা শিল্পকলা মিলনায়তনে একাডেমির সহ সভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি কবি সরোজ দেব, জেলা কালচারাল অফিসার মো. আলমগীর কবির, সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, নাট্য ব্যক্তিত্ব ফারুক শিয়ার চিনু প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিকালের আয়োজনে বিভিন্ন বিষয়ে শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর