নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শিবপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক মোহন।
এর পরপরই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।আর রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এই উপলক্ষে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়।
এছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বিডি প্রতিদিন/নাজমুল