শিরোনাম
৪ মার্চ, ২০২৩ ১৬:৩৫

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। তবে প্রদর্শনীতে জনসমাগম ছিল অত্যন্ত কম। ফলে নির্ধারিত সময়ের অনেক দেরিতে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

শনিবার বেলা পৌনে ১১টার দিকে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

পরে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, ট্রেনিং অফিসার ডা. এম শফিকুল আলম ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. এমরান আলী প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি অফিসার ডা. মো. কবীর উদ্দিন আহমেদ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে ৫০টি স্টলে খামারি ও উদ্যোক্তারা উন্নত জাতের গরু, ষাঁড়, ঘোড়া, ছাগল, দুম্বা, হাঁস, মুরগিসহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীর প্রদর্শন করে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর