কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’- প্রতিপাদ্যে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে দিবসটি উপলক্ষে বুধবার সকালে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনায় অংশগ্রহণ করে।
র্যালি শেষে আলোচনা সভায় সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজসহ কলেজের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ছাত্রীবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন বলেন, শিক্ষাক্ষেত্রে যে নারীরা যত এগিয়ে যাবে ততই নারীদের ক্ষমতায়ন হবে এবং নারীদের প্রতি নির্যাতন ও বৈষম্য কমে যাবে। আমরা দেখেছি নারীরা শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের পদচারণা অব্যাহত রেখেছে।
বিডি প্রতিদিন/এএম