ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি ঢাকার গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
জানা গেছে, মানিক মিয়া শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে তার শ্বশুর মৃত আকবার ধনীর বাড়িতে বেড়াতে আসেন।
শনিবার সকাল ১১টার দিকে সুন্দরপুর স্টেশনের পাশে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে মারা যান। এরপর সকাল ১১ টার দিকে স্টেশনের পাশের রেললাইনের উপর বসে ছিলেন তিনি। সেসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়। পরে রেলপুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ ষ্টেশন মাষ্টার শাহ জাহান শেখ জানান, তিনি আত্মহত্যা করেছেন নাকি এটা দুর্ঘটনা তা জানা যায়নি। তবে রেলপুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম