প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে নেত্রকোনা রেল স্টেশনে ভিড় জমান কয়েক হাজার নেতাকর্মী। ট্রেনের ছাদেসহ কোনো জায়গায় নেই তিল ধারণের ঠাঁই। নেত্রকোনা থেকে জনসভায় যোগদানের জন্য চরাটি স্পেশাল ট্রেন বরাদ্দ নিয়েছে জেলা আওয়ামী লীগ।
জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন জানান, ট্রেনসহ দুই শতাধিক বাসে করে নেত্রকোনা জেলা থেকে প্রায় অর্ধলক্ষ নেতাকর্মী নিয়ে যাচ্ছেন। আরও ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মীকে নেওয়ার ব্যবস্থা করতে পারছেন না। অথচ স্টেশন এলাকায় সকলেই এসেছেন। জননেত্রীর উন্নয়নের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং এক নজর দেখতে এই মানুষের ঢল বলে জানান তিনি।
এদিকে নেত্রকোনা রেল স্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, আওয়ামী লীগ বিশেষ এই ট্রেনের জন্য ১ লক্ষ ৭৭ হাজার ১৮০ টাকা অগ্রিম ভাড়া দিয়ে রেখেছে। ১০টি বগি রয়েছে এই আন্তঃনগরে। এই ট্রেনগুলো জনসভা শেষে আবার নেত্রকোনাসহ সকল গন্তেব্যে যাত্রীদের এনে ফিরিয়ে দেবে।
বিডি প্রতিদিন/হিমেল