যশোরের শহরতলী পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের ৫শ’ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরু উপলক্ষে হাসপাতালটিতে সবার জন্য মাসব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু করেছে।
শনিবার দুপুরে ৫শ’ শয্যার হাসপাতালটি উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
এসময় সেখানে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালটির কর্মকর্তারা জানান, উদ্বোধন উপলক্ষে আগামী ২০ এপ্রিল পর্যন্ত হাসপাতালটির বহির্বিভাগে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান করা হবে। যেসব রোগীদের অপারেশন প্রয়োজন, তাদেরকে ১৫ এপ্রিল পর্যন্ত বাছাই এবং ২০ এপ্রিল পর্যন্ত অপারেশন করা হবে। গর্ভবতী মায়েদের আল্ট্রাসনোগ্রাফি সেবা দেয়া হবে বিনামূল্যে। অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে মাত্র ৩শ’ টাকায়। এছাড়াও এখানে সিসিইউ, কিডনি ডায়ালাইসিস ইউনিট, আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ), নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটসহ (এনআইসিইউ) অত্যাধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল