বরিশালে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীর অভয়াশ্রমে নৌ পুলিশ ও মৎস্য কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। হিজলা নৌ পুলিশের উপ-পরিদর্শক নাসির উদ্দিন বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে শনিবার বিকেলে একটি মামলা দায়ের করেন। এই মামলার ৮ জন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ জানান, পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভয়াশ্রমে মাছ শিকার করছিলো। খবর পেয়ে মৎস্য বিভাগ নৌ পুলিশের সহায়তায় গত শুক্রবার সন্ধ্যায় হিজলার ধুলখোলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় জেলেরা অভিযানিক দলের উপর হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে হিজলা নৌ পুলিশের ওসি বিকাশ চন্দ্র দে ও কনস্টেবল জাকারিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এবং ট্রলার মাঝি সহ ৮ জনকে আহত করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭ রাউন্ড গুলি করে জেলেদের ছত্রভঙ্গ করে দেয় নৌ পুলিশ। হামলায় আহত নৌ পুলিশের ওসি এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে তিনি জানান।
মামলার বাদী হিজলা নৌ পুলিশের উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাদের আসামি করে সরকারি কাজে বাঁধা ও হামলার অভিযোগে বিকেলে হিজলা থানায় অভিযোগ দিয়েছেন। হামলাকারী জেলেদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হিজলা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান। এর আগে গত বছরও অভয়াশ্রমে প্রশাসনের অভিযানিক দলের উপর হামলা চালিয়েছিলো জেলেরা।
বিডি প্রতিদিন/হিমেল