অপরাজনীতির প্রতিবাদে বগুড়ায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের সাতমাথা মুজিবমঞ্চে জেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের জেলার সভাপতি মজিবর রহমান মজনু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় নির্বাচন ঘিরে আবারো অপতৎপরতা শুরু করেছে বিএনপি। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ। বিএনপির কোন ষড়যন্ত্র রুখতে পারবে না। এসময় তিনি বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, আইন সম্পাদক এ্যাডভোকেট তবিবর রহমান তবি, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ মো. আখতারুজ্জামান ডিউক, উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, শ্রম সম্পাদক এস এম রুহুল মোমিন তারিক, সদস্য রুমানা আজিজ রিংকি, কামরুল হুদা উজ্জল, গৌতম কুমার দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়সহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম