ফরিদপুরের বোয়ালমারীতে থানা পুলিশের অভিযানে ১০ মামলার আসামি কবির শেখ (৪২) নামে এক ব্যক্তি মাদকসহ গ্রেফতার হয়েছে। কবির শেখ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার নামে বোয়ালমারী থানায় ১০টি মাদক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ কামারগ্রাম তার মুদি দোকানের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করেছে। এ সময় তার দেহ তল্লাশি করে লুঙ্গির মধ্য থেকে পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন থেকে তিনি মাদককারবারী হিসেবে এলাকায় পরিচিত মুখ।পূর্বের ও বর্তমান মিলে তার নামে ১০টি মাদক মামলা রয়েছে। আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার গাঁজা উদ্ধারের ঘটনায় থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ কবির শেখকে গ্রেফতার করা হয়েছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামিকে মঙ্গলবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই