১৬ মার্চ, ২০২৩ ১১:২৫

ভোলা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ভোলা প্রতিনিধি

ভোলা জেলা আওয়ামী লীগের
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অবশেষে ভোলা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেছে। বুধবার দুপুরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষতির ৭৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তখনই জানা যায় ১৫ মার্চ দলের সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুক কাদের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন।

দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, গত বছর ২০২২ সালের ১১ জুন ভোলা সরকারি স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে উপস্থিত দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুকে জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার কথাও বলা হয়েছিল। এর দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমটির ঘোষণা করা হল।

কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি দোস্ত মাহমুদ, হামিদুল হক বাহালুল, অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম ভিপি, মামুনুর রশিদ বাবুল চৌধুরী, এম এ ওয়াদুদ ও আবুল কালাম। যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মো. ইউনুছ ও এনামুল হক আরজু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল হক লিটু।

সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা ও সালাউদ্দিন লিংকন। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিক রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, 

দপ্তর সম্পাদক মো. সামছুদ্দিন আহমেদ সামছু, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন নুরুনবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম রনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন মনসুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ বি এম মামুন-অর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক শাফিয়া খাতুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম নিরব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শামিম মোরাদারসহ ৩৯ জনকে সম্পাদকীয় পদ এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, মো. মনিরুজ্জামান, মো. মোশারেফ হোসেন দুলাল, নজরুল ইসলাম গোলদারসহ ৩৬ জনকে নির্বাহী সদস্য করে মোট ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, যাচাই-বাচাই করে পুর্নাঙ্গ কমিটি করতে একটু সময় লেগেছে। তবে এ কমিটিতে যারা পদ পেয়েছেন সবাই আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী। আগামীতে এ কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।   

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর