১৮ মার্চ, ২০২৩ ১৮:৪৪

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মুক্তির প্রেরণা’ উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর জম্মদিন উপলক্ষ্যে সন্ধ্যায় কলেজ অধ্যক্ষ মাহবুবুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, অনুষ্ঠানে প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল, বিশেষ অতিথি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর