১৯ মার্চ, ২০২৩ ১৭:৫৬

বিষপানে গৃহবধূর আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বিষপানে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে নাটকের নায়িকার সাথে স্বামীর ছবি দেখে পরকীয়া সন্দেহে বিষপানে আত্মহত্যা করেছে নুরুন্নাহার (৩২) নামে এক গৃহবধূ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার ভোরে তার মৃত্যু হয়। সে উপজেলার কালমেঘা ইন্দ্রাচালা গ্রামের আকাশ মিয়ার স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

নূরুন্নাহারের পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সাথে পারিবারিক কলহের কারণে গত বৃহস্পতিবার রাতে নুরুন্নাহার বিষপান করে। তাকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে ছাড়পত্র নিয়ে বাড়িতে আনা হয়। বাড়িতে পুনরায় তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আকাশ মিয়া বলেন, ছেলেকে মেয়ে সাজিয়ে গ্রামের একটি নাটকে আমি অভিনয় করি। সেই মেয়ের সাথে ছবি দেখে আমার স্ত্রী আমাকে সন্দেহ করে। এ নিয়ে গত বৃহস্পতিবার সে বিষপান করে।

ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, স্বামীর পরকীয়ার বিষয়টি আমিও শুনেছি, তা তবে সত্য নাকি মিথ্যা এ বিষয়ে জানিনা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর