২১ মার্চ, ২০২৩ ১৩:৫৭

চাঁপাইনবাবগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিন উপজেলাকে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেন জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) আহমেদ মাহবুব উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আলীসহ অন্যান্য কর্মকর্তারা। 

জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, চাঁপাইনাববগঞ্জে ৪ হাজার ৮১৯ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছেন। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি উপজেলাকে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় ৪র্থ ধাপে ২৩০টি পরিবার  স্বপ্নের এই ঘর পাবেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর