ফরিদপুরের চরভদ্রাসনে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশিল ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে থাকছে বাজার তদারকি কমিটি। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চরভদ্রাসন সদর বাজারের জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চর হাজিগঞ্জ বাজারের জন্য মহিলা ভাইস চেয়ারম্যানকে প্রধান করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কমিটি ইফতার, ভোজ্য সামগ্রী, হোটেল রেস্তোরাঁর স্বাস্থ্যকর পরিবেশ রক্ষাসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করবে। এছাড়া যারা ফুটপাত দখল করে, চলাচলের রাস্তা ও দোকানের সামনে চৌকি পেতে জন সাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়।
এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, উপ-পরিদর্শক কামরুল হাসান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল