কৃষিকাজে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলার ১২টি উপজেলায় ৮১টি শাখা খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা সলিডারিডাড। নেদারল্যান্ড সরকারের অর্থিক সহায়তায় এ প্রকল্পের ফলে একদিকে যেমন কৃষিকাজে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার ৯০ ভাগ কমে যাবে, তেমনি ভূ-পৃষ্ঠের পানির ব্যবহারের মাধ্যমে এক ফসলি ও দুই ফসলি জমিকে তিন ফসলি ও চার ফসলি জমিতে পরিণত করা সম্ভব হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে ফসলি জমিকে জলাবদ্ধতার হাত থেকেও রক্ষা করবে এসব শাখা খাল।
মঙ্গলবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সফল ফর আইডব্লিউআরএম’ প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান বেসরকারি সংস্থা সলিডারিডাড-এর কর্মকর্তারা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান।
কর্মশালায় সলিডারিডাড-এর প্রকল্প পরিচালক ড. নাজমুন নাহার বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সাড়ে ৫ লাখ কৃষক সরাসরি উপকৃত হবে। বর্ষা মৌসুমে সংশ্লিষ্ট শাখা খালগুলো আশপাশের জমির জলাবদ্ধতা দূর করবে এবং শুষ্ক মৌসুমে এই পানি দিয়েই চাষাবাদের কাজ চলবে। জলাবদ্ধতার কারণে এক মৌসুম যেখানে চাষাবাদ করা সম্ভব হতো না, এখন তা সম্ভব হবে। এই প্রকল্পের ফলে চাষাবাদের খরচ যেমন কমবে, তেমনি উৎপাদনও বাড়বে।
বিডিপ্রতিদিন/কবিরুল