নরসিংদীতে পৃথক অভিযানে আন্তঃজেলা জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলার মনোহরদী উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, চাইনিজ কুড়াল ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলো, ডাকাত সদস্য মোশারফ হোসেন (৩৪), আরিফ হোসেন (৩০), সুমন মিয়া (৩০), রিজন খান (৩৪), রুবেল মিয়া (৩০), রূপচান মিয়া (৪৫), নজরুল ইসলাম (৩২) ও ইব্রাহীম মিয়া (২৪)।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। অন্য তিন ডাকাত সদস্যকে জেলার সদর উপজেলার সালিধা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল