২১ মার্চ, ২০২৩ ১৭:২৫

নারায়ণগঞ্জে খাদ্য গুদামে আগুনে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি


নারায়ণগঞ্জে খাদ্য গুদামে আগুনে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের খাদ্যগুদামে বিস্ফোরণের পর অগিকাণ্ডের ঘটনায় ইকবাল হোসেন (৪০) নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। সোমবার বিকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  সে নিতাইগঞ্জে একটি ব্যাংকের নিরাপত্তা কর্মী ছিল। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

প্রসঙ্গত, গত শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন একটি শতবছরের পুরানো দোতলা ভবনে গ্যাসলাইনের ছিদ্র থেকে বিস্ফোরণ হয়। এতে ঘটনার দিন আওলাদ নামে এক  শ্রমিক নিহত ও গদিঘরের মালিক, কর্মচারী, শ্রমিকসহ ৬ জন দগ্ধ হয়েছিল। আহতদের মধ্যে নিরাপত্তাকর্মী ইকবাল চিকিৎসাধীন ছিল ।

নিতাইগঞ্জ পাইকারি খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, ইকবাল হোসেন ওই দিন সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর