২৩ মার্চ, ২০২৩ ১৩:৩৫

টেকনাফে ১৪৩ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ১৪৩ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

ছবি- বাংলাদেশ প্রতিনিধি।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘ক’ শ্রেণির ভূমি ও গৃহহীন আরও ১৪৩টি ঠিকানাবিহীন পরিবার পেয়েছেন জমির মালিকানাসহ নিরাপদ আবাসন।

মহান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের উপকারভোগীদের মাঝে ৩৯ হাজার ৩৬৫টি ঘর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এসময় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩য়- ৪র্থ পর্যায়ে ১৪৩ জন উপকারভোগীদের হাতে জমির দলিল, নামজারী পর্চা, সনদ তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসারের সঞ্চালনায় টেকনাফ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহেরা আক্তার মিলি। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী,কক্সবাজার জেলা পরিষদ সদস্য জাফর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান,জেলা আওয়ামীলীগের সদস্য সোনা আলী ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ও গণমাধ্যম কর্মীরা।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর