২৩ মার্চ, ২০২৩ ১৬:০৫

দিনাজপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে সার-বীজ পাওয়া যেত না। সার-বীজের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই কৃষকরা আজ দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ পেয়ে কৃষকদের ফলন বৃদ্ধি পেয়েছে। কৃষকের মুখে হাসি ফুটেছে। 

বুধবার বিকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধি কৃষি প্রণোদনার আওতায় উপকরণ কৃষকদের মাঝে বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ২৪০০ জনকে আউশ ধান ও সার প্রদান করা হয়। এ ছাড়াও ৪০০ জনকে ১ কেজি করে পাট-বীজ দেয়া হয়েছে। 

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর