নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ৭ জন আহত হয়েছেন। রবিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর শেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন জানান, জমি ভাগাভাগিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমিরুল ইসলাম ও তার মেয়ে জামাই তাশেম সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে।
তিনি আরও জানান, রবিবার রাতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর, জিয়া, জিল্লুরসহ আরও কয়েকজন বিরোধপূর্ণ জমিতে গম কাটতে যায়। এসময় তাশেম সরকার ও তার স্বজনরা তাদের বাধা দেয়। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাশেমের লোকজন ধারালো হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে আমিরুলদের ওপর হামলা চালায়। এতে আমিরুলসহ অন্তত ৭ জন আহত ও রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জালাল উদ্দিন বলেন, পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমিরুল ইসলামসহ ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ