২৭ মার্চ, ২০২৩ ২১:১১

জয়পুরহাটে জব্দ করা মাদক ধ্বংস

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে জব্দ করা মাদক ধ্বংস

জয়পুরহাটে বিভিন্ন সময় পুলিশ, র‌্যাব ও বিজিবির হাতে জব্দ হওয়া মাদক ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে জয়পুরহাট চিফ জুডিসিয়াল আদালত চত্বরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীত রঞ্জন বিশ্বাসের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার বিভিন্ন স্থান থেকে এই মাদকগুলো কয়েক বছর থেকে আটক করে পুলিশ, র‌্যাব ও বিজিবি। এসব আলামতের ১০৫টি মামলা দীর্ঘদিন ধরে আদালতে মুলতবি ছিল। পরে আদালত তা নিষ্পত্তি করে। এরপর আদালতের নির্দেশক্রমে সোমবার বিকেলে ৭৫৮ বোতল ফেনসিডিল, প্রায় আড়াইশ গ্রাম হেরোইন, প্রায় ১৫ কেজি গাঁজা, ৬ লিটার মদ ও ৬৮১ পিস ইয়াবা ট্যাবলেট আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট আদালতের কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ খান, সদর কোর্ট পুলিশের পরিদর্শক নীরেন্দ্রনাথ মন্ডল ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই রিয়াজুল ইসলাম।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর