৩০ মার্চ, ২০২৩ ২১:১৫

রমেকে চিকিৎসকের মায়ের অপারেশনের ওষুধ চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রমেকে চিকিৎসকের 
মায়ের অপারেশনের ওষুধ চুরির অভিযোগ

ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের অপারেশনকালীন ওষুধ চুরির অভিযোগে আয়াকে মারধরের অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসক নিলয় কুমার মন্ডলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। 

ইন্টার্ন চিকিৎসক নিলয় বলেন, আমার মায়ের অপারেশন হচ্ছিল। আমি আগে থেকেই সব কিছু প্রস্তুত করে রেখেছিলাম। কিন্তু অপারেশনের সময় দেখি অনেক কিছুই চুরি হয়েছে। পরে আমি খালাকে (আয়া) সেগুলো ফেরত দিতে বললে তিনি দিতে অস্বীকার করেন। তখন অপারেশন থিয়েটার থেকে তাকে বের করে দেই। মারধরের অভিযোগ অস্বীকার করে ইন্টার্ন চিকিৎসক নিলয় জানান, তার গায়ে কেউ হাত দেয়নি। তাকে শুধু বের করে দেওয়া হয়েছে। রংপুর মেডিকেলের অপারেশন থিয়েটারে অনেক বেশি ওষুধ চুরি হয়। এতে বিপাকে পড়েন রোগীর স্বজনরা। বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত।

ভুক্তভোগী ওই আয়া বলেন, রংপুর মেডিকলের ৫ম তলা গাইনী শাখায় অপারেশন চলাকালীন সময়ে অভিযুক্ত চিকিৎসক আমার কাছে টেপ এবং হ্যাক্সিসল চান। কিন্তু আমার কাছে এসব নেই জানালে চিকিৎসক আমাকে মারধর করে সেখান থেকে বের করে দেয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
হাসপাতালের  উপপরিচালক ডাঃ আঃ মঃ আখতারুজ্জামান বলেন, আমি ছুটিতে রয়েছি। এ বিষয়ে কিছু বলতে পারবো না। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর