৪ এপ্রিল, ২০২৩ ১২:৪৩

নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা প্রতিনিধি


নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আটককৃত দুই মাদকব্যবসায়ী

সুনামগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে ঢাকা যাওয়ার পথে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।

আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হরিপুর পশ্চিমহাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে কোহিনুর আলম (২৪) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মান্দুরা গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে রাফিজুল মিয়া (১৯)।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার পুলিশ সোমবার সন্ধ্যায় হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে শাহ্ জালাল বাসে অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে প্যাকেটে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আটককৃতরা সুনামগঞ্জ থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা হয়ে ঢাকায় যাচ্ছিল। 

ওসি বলেন, নিরাপদ রুট হিসেবে তারা এই সড়ক ব্যবহার করছিল। কয়েকটি ট্রাভেলিং ব্যাগের প্রতিটিতে ৫ কেজি করে গাঁজা শার্ট-প্যান্টের পিসের মতো করে নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওখান থেকে একজনের সন্দেহ হতেই আমাদেরকে জানায়। খবর পেয়ে ফোর্স নিয়ে বাস টার্মিনাল গিয়ে তাদেরকে হাতে-নাতে আটক করতে সক্ষম হই। 

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার কোর্টে সোপর্দ করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর