পাবনার সুজানগর থানা পুলিশ পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে। বুধবার দিনগত রাতে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের তারাবাড়ীয়া সংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানার ডিউটি অফিসার রোকসানা পারভীন জানান, বুধবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় মৎস্যজীবীরা উপজেলার তারাবাড়ীয়া সংলগ্ন পদ্মা নদীতে একটি গলিত লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এ সময় থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের নেতৃত্বে এসআই আবু হানিফা সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য কাজীরহাট নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল